Posts

Showing posts from August, 2018

আয় করুন

লিখালিখি

লিখালিখি করুণ লিখালিখি অভ্যাস করুণ। লিখালিখি একটি ভাল অভ্যাস, এ দিয়ে আপনি আপনার পরিচিতি, ভালোলাগা বা না-লাগা এবং চিন্তা-চেতনার প্রকাশ ঘটাতে পারেন। শুধু তাই নয়, আজকাল লিখালিখি করে আপনি ঘরে বসে আয় করতে পারেন। তাহলে এখন একটিবার ভাবুনতো, লিখালিখি আপনাকে কত দিক দিয়ে সাহায্য করছে।আদিকাল থেকে লিখালিখি মানব সভ্যতার একটি প্রধান বাহন বা প্রকাশ, যেটি আজও তার অগ্রযাত্রা বজায় রেখেছে। এ প্রকাশ কৌশলটি একবার রপ্ত করে নিন, তখন দেখবেন আপনার সামনে অনেক নতুন কাজের দরজা খুলে যাচ্ছে। কিভাবে লিখালিখি শুরু করবেন প্রত্যেকটি কাজই শুরু না করলে তা পিছিয়ে যায়, আর তাই শুরু করে দিন লিখালিখি। ভাবছেন কী লিখব? এটার একটি খুব সহজ সমাধান আছে। আপনি আজ সারাদিন যা যা করেছেন সেটাই লিখে ফেলুন না, দেখবেন ভাল লাগছে। এ সময় আপনার অনেক জায়গায় একটু বাধা আসতে পারে, যেমন ধরুন একটি শব্দের বানান ঠিক আছে কিনা, বাক্যটা যেন কেমন কেমন লাগছে এটা আরও সুন্দর হতে পারতো, লিখার শুরুটা এবং শেষটা কেমন হবে এই সব নানা রকম প্রশ্ন। কথায় আছে, না ঠেকলে শিখা যায় না, এটাও তাই, আপনি লিখতে শুরু করলেই শুধুমাত্র ঔসব দুর্বলতা গুলো কেটে যাবে। একটু একটু

ঘরে বসে মার্কেটিং

মার্কেটিং করে আয় করুন  যারা ঘরে বসে স্বাধীন কোন আয়ের কথা ভাবছেন, তাদের জন্যে এফ্যিলিয়েট মার্কেটিং একটি ভাল সুযোগ হতে পারে। এ ক্ষেত্রে, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে আয় করা যেতে পারে।তবে তা করতে হলে আপনার প্রয়োজন হবে একটি ইন্টারনেট কানেকশন আর একটি ল্যাপটপ বা কম্পিউটার। অনলাইনে আয় করার যে সব বৈধ উপায় গুলো রয়েছে এর মধ্যে অন্যতম এফিলিয়েট মার্কেটিং। তবে এ মার্কেটিং সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকা যেমন জরুরী তেমনি ধৈর্যেরও প্রয়োজন। আসুন এ মার্কেটিং সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক, প্রথমত বলা যায়, বড় বড় কোম্পানিগুলো তাদের পণ্যে প্রচার এবং প্রসার ঘটাতে এবং বিক্রি বাড়াতে সারা দুনিয়া থেকে কর্মী নিয়োগ দেয়, এবং তারা ঘরে বসে ইন্টারনেটে প্রচার করে তাদের পণ্য বিক্রি করে এবং ওই পণ্য বিক্রি করে যে লাভ হয় তার একটি নির্দিষ্ট অংশ আপনাকে দেয়। এভাবেই আপনি অন্যর পণ্য বিক্রি করে উপার্জন করতে পারেন। মার্কেটিং করতে যা দরকার  আগেই বলেছি, আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার সেট এ কাজের জন্যে দরকার হবে। এর পর এ ধরণের মার্কেটিং করতে কিছুটা পড়াশুনা দরকার, কেননা এখানে টিকে থাকতে বা সফলতা পেতে আপনার প্রয়োজন কিছু কৌ